গঠনতন্ত্র
চিত্রলেখা
বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
দলের কথা
আমরা ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী।
শিল্প-সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। আমাদের সাহিত্যচর্চা গণসাধারণের পক্ষে,
শিল্পে ফুটে উঠে সুন্দরের গল্প এবং সংস্কৃতিতে রয়েছে গভীর বাঙালিয়ানার ছাপ।
আমরা সুন্দর আগামীর স্বপ্ন দেখি।
পরিবর্তনের হাওয়ায় আরো সমৃদ্ধ হোক বাংলা এবং বাংলার নবীনেরা এই প্রত্যাশায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
অনুচ্ছেদ - ১
নাম, অবস্থান ও আদর্শ-উদ্দেশ্য
- ধারা ১.০ দলের নাম : চিত্রলেখা
- ধারা ২.০ দলের মনোগ্রাম :
- ধারা ৩.০ দলের কার্যালয় : এ দলের কার্যালয় ঢাকায় অবস্থিত হবে
- ধারা ৪.০ দলের মটো : 'লেখা হোক নতুন আঙ্গিকে'
- ধারা ৫.০ দলের লক্ষ্য ও উদ্দেশ্য :
- ৫.ক শিল্পোত্তীর্ণ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চা করা।
- ৫.খ প্রতি তিনমাস অন্তর অন্তর চিত্রলেখার ত্রৈমাসিক সংখ্যা প্রকাশ করা।
- ৫.গ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং পাঠচক্র ইত্যাদির ব্যবস্থা করা।
- ৫.ঘ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, দেশী-বিদেশী ম্যাগাজিন, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সাথে ভাবের, জ্ঞানের, শিক্ষার, চর্চার ইত্যাদির আদান-প্রদান করা এবং এ লক্ষ্যে বিভিন্ন সম্মেলন, উৎ্সব ইত্যাদির আয়াজেন করা।
- ৫.ঙ
- ৫.চ
- ৫.ছ
- ৫.জ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির সার্বিক মুক্তির লক্ষ্যে নাট্য আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তন আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করা।
- ৫.ঝ সমাজ পরিবর্তন আন্দোলনের অংশ হিসাবে যে কোন দল বা গোষ্ঠির মৌলিক মানবাধিকারসমূহ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় সহায়তা প্রদান করা।
- ৫.ঞ আমাদের মূল শ্লোাগান ‘নাট্য আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ।’
অনুচ্ছেদ - ২
সদস্যপদ
- ধারা ৬.০ দলের আদর্শ উদ্দেশ্যে বিশ্বাসী যে কোনো প্রকৃতস্থ ব্যক্তি দলের সদস্য হতে পারবেন।
- ধারা ৭.০ তবে-
- ৭.ক সদস্য হতে আগ্রহী ব্যক্তিদেরকে সদস্য হবার পূর্বে দলের পক্ষে সংশ্লিষ্ট থেকে কার্যদক্ষতা প্রমাণ করতে হবে।
- ৭.খ সদস্য হতে আগ্রহী ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা প্রমানিত হলে ধারা-২ এর (ক) শিথিল করা যেতে পারে।
অনুচ্ছেদ - ৩
সদস্যপদ
- ধারা ৭.০ তবে-
- ধারা ৮. ক দলের নির্ধারিত আবেদনপত্রে/সাদা কাগজে সদস্যপদের জন্য আবেদন করতে হবে। আবেদেনপত্রে দলের একজন প্রস্তাবক ও একজন সমর্থকের এর স্বাক্ষর থাকতে হবে। প্রতি আবেদনপত্রের সাথে ১ বছরের চাদা টাকা ও নিবন্ধন জমা দিতে হবে যা কার্যনির্বাহী পরিষদ এবং উপ-কার্যনির্বাহী পরিষদ (সৃজনী বিভাগ) এর জন্য ১৫০টাকা এবং সাধারণ সদস্যদের জন্য ১০০ টাকা করে ধার্য করা হয়েছে।
- ৮. খ সদস্যদের প্রতি বছরই তাদের সদস্যপদ ধারা-১ এর (ক) অনুযায়ী চাঁদা ও নিবন্ধন ফি পরিশোধ করে বার্ষিক সাধারণ সভার আগেই সদস্যপদ নবায়ন করতে হবে।
- ধারা ৯.০ কার্যনির্বাহী পরিষদ অনুমোদেন না করলে কোন সদস্যপদই গৃহীত হবে না
অনুচ্ছেদ - ৪
সদস্যপদ বাতিল
- ধারা ৬.০ দলের আদর্শ উদ্দেশ্যে বিশ্বাসী যে কোনো প্রকৃতস্থ ব্যক্তি দলের সদস্য হতে পারবেন।
- ধারা ৭.০ তবে-
- ধারা ১০ (ক) কোন সদস্য দলের আদর্শ উদ্দেশ্য এবং দলের স্বার্থের পরিপন্থী অথবা দলকে অবগত না করে টানা তিনমাস যাবৎ কার্যক্রমের সাথে অসম্পৃক্ততা প্রমাণিত হলে অথবা সদস্যপদ নবায়ন না করলে, কার্যনির্বাহী পরিষদ অথবা সাধারণ পরিষদের অনুমোদন সাপেক্ষে তার সদস্যপদ বাতিল হবে।
- ধারা ১০ (খ) সদস্যপদ বাতিলের ক্ষেত্রে অভিযুক্ত সদস্যকে ১৫ দিনের কারণ দর্শানোর নোটিশ সাপেক্ষে অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে হবে।
- ধারা ১০ (গ) পদত্যাগের জন্য অন্ততপক্ষে একসপ্তাহ পূর্বে সম্পুর্ণ কারণ স্পষ্টভাষায় লিখে আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে যথাসময়ে সকলের কাছে কারণ জানিয়ে পদত্যাগ করা যাবে।